রোববার মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ এবং অতি সম্প্রতি বিভিন্ন গ্রাহকের বাড়ীতে স্থাপিত প্রি-পেইড মিটার খুলে নেয়ার দাবীতে জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।সচেতন নাগরিক ঐক্যের উদ্যোগে মুন্সীগঞ্জ শহিদ মিনার চত্ব্ের আয়োজিত সমাবেশ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সচেতন নাগরিক ঐক্যের সদস্য সচিব ,কাউন্সিলর ফরহাদ হোসেন আবির,জেলা সিপিবির সভাপতি কামালহোসেন,নারী নেত্রী ও সাবেক কাউন্সিলর হামিদা খাতুন,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: সেলিম। বক্তারা কিলোওয়াট প্রতি বৈদ্যুতিক চার্জ্জ নির্ধারণ,মিটার ভাড়ার নামেপূর্ব্বের ১০ টাকার স্থলে ৪০ টাকা আদায় সহ প্রি-পেইড মিটারের নানা অনিয়ম চিত্র তুলে ধরেন একই সঙ্গে অনতিবিলম্বে মিটার স্থাপন সম্পুর্ণ রুপে বন্ধ না করলে দূর্ব্বার গণ-আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।পরে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহনকারীরা মিছিল সহকারে মুন্সীগঞ্জ শহর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করতে গেলে পুলিশ তাতে বাধা দেয় এবং সকলতে ছত্রভঙ্গ করে দেয়।