বাগেরহাটের চিতলমারীতে ছিনতাইকারী সন্দেহে ৫ যুবককে আটকের পর উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত ঢাকা মেট্রে গ- ১৯৯৬৭২ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। বিষয়টি ঘিরে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসি জানায়,গতকাল দুপুর ২টায় উপজেলার শৈলদাহ সড়কে ইজি বাইক চালক ওমর শেখকে চেতনা নাশক প্রয়োগ করে তার গাড়ি ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবরে লোকজন সেখানে ছুটে যান। এ সময় সন্দেহজনক ভাবে একটি প্রাইভেটকারসহ ৫ যুবককে স্থানীয়রা আটকের পর উত্তম-মধ্যম দিয়ে থানায় সোপর্দ করেছে। আটক কৃতরা হল, ঢাকার রুবেল মিয়া( ২৯), গোপালগঞ্জের রাসেল মুন্সি(২৮), নড়াইলের রুবেল মুন্সি( ২৭), পাবানার ফরিদ আহম্মেদ(২৯) ও ড্রাইভার আবদুর রহমান (৪৭)।
এ বিষয়ে ইজিবাইক চালক ওমর শেখের শশুর শৈলদাহ গ্রামের জাকির শেখ জানান, তার জামাতাকে চেতনা নাশক প্রয়োগ করে ইজিবাইক ছিনতাই কালে লোকজন ৫ জনকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, আটক কৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পাওনা টাকা নিতে এই এলাকায় প্রবেশ করলে কতিপয় লোক সন্দেহজনক ভাবে তাদের মারপিট করে থানায় খবর দেয়।