গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর সড়কের চাকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী সোলায়মান (৩৫) শনিবার দুপুরে মোটরসাইকেল চাঁপায় গুরুতর আহত হয়ে মারা গেছে। সে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চাকৈল গ্রামের মোঃ আবুল হাসেমের পুত্র। সোলায়মান তার বিদ্যালয়ের পাশে কাপাসিয়া-চাঁদপুর সড়কের একটি দোকান থেকে শিক্ষার্থীদের জন্য টিফিন আনতে গিয়েছিল। এ সময় কোটবাজালিয়া গ্রামের কাঠ ব্যবসায়ী কামাল হোসেনের পুত্র জাহাঙ্গীরের বেপরোয়া মোটরসাইকেলটি চাকৈল ব্রীজের উপর সোলায়মানকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মারাত্বক ভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার মাতা ও এক স্ত্রী রয়েছে।