দিনাজপুর শহরে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপেল ইসলাম নামে এক মোটরসাইকেল মেকানিক নিহত হয়েছেন।
নিহত আপেল ইসলাম (১৪) দিনাজপুর জেলার বিরল উপজেলার দোগাছী গ্রামের বাসিন্দা। সে শহরের সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে মোটরসাইকেলের মেকার সাদ্দামের দোকানের কর্মচারী ছিল।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে দিনাজপুর শহরের মিশন রোডে সার্কিট হাউজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, আপেল দোকানে কাস্টমারের মোটরসাইকেল ঠিক করার পর চালিয়ে ট্রায়াল দিতে যায়। এ সময় মিশন রোডে দ্রুতগামী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।