নওগাঁর মান্দায় বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামুলক সভা কুসুম্বা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউএসএআইডি ও উইনরক ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহায়তায় রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা সচেতন।
কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবুল কাসেম মৃধা, সংস্থার কো-অর্ডিনেটর মাহমুদ-উন-নবী, প্রোগ্রাম এ্যাসিস্টেন্ট নজরুল ইসলাম ও রবিউল ইসলাম প্রমুখ।
সভায় ধর্মীয়নেতা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা অংশগ্রহণ করেন।