সোমবার ২২ জুলাই কৃষক অভ্যুত্থানে নিহত শিক্ষক গোবিন্দ দত্তের ৩১ তম শহীদ দিবস। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি প্রতিবছর এ দিনটিকে কৃষক অভ্যুত্থান দিবস ও ডহুৃরী দিবস হিসেবে পালন করে আসছে। ১৯ ৮৮ সালের ২২ জুলাই অকাল জলাবদ্ধতার হাত থেকে বাঁচতে ও অপরিকল্পিত মাছের ঘের উচ্ছেদ করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ডাকে কেশবপুরের পুর্ব বিল খুকশিয়ায় কৃষক শ্রমিক জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হন নারায়নপুর গস্খামের স্তুল শিক্ষক গোবিন্দ দত্ত। জনতার রোষানলে পড়ে প্রাণ হারান পুলিশ সদস্য মোশারাফ হোসেন। পুলিশ ও ঘের মালিক আতিয়ার খাঁর গুৃন্ডা বাহিনীর বোমা ও গুরিতে পঙ্গুত্ব বরণ করেন শতাধিক নিরস্ত্র কৃষক। এ দিনটি স্মরণে সংগঠণের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কেশবপুরের নারায়ণপুরস্থ গোবিন্দ দত্তের স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পণ, শোক র্যাপলী ও বিকেলে স্থানীয় কলাগাছি বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংগঠণের কেশবপুর শাখার সভাপতি রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানিয়েছেন।