বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, দেশে প্রচলিত শিক্ষার বদলে কারিগরি শিক্ষার দিকে ছাত্র-ছাত্রীদের মনোযোগি হতে হবে। গ্রাজুয়েট হয়ে অন্যের অধীনে চাকরী না খুঁজে উদ্যোক্তা হোন। নিজেরাই অন্যকে চাকরি দিন। দেশ অর্থনীতিতে মজবুত হলে দেশের ভিতও ততই শক্ত হবে। এজন্য প্রয়োজন বাস্তবমুখী শিক্ষা। শিক্ষাই অস্তিত্ব রক্ষার বড় হাতিয়ার। গ্রাজুয়েট দক্ষ জনশক্তি পারে বেকারত্ব দূর করতে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়াও বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন প্রমুখ। এ সময় স্বাগত বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে ৮ হাজার শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বের হয়েছেন। বর্তমানে ৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাবেক সভাপতি প্রয়াত আলহাজ¦ এবিএম মহিউদ্দিন চৌধুরীর কল্যাণে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছিল। তাঁর প্রতি আমরা শ্রদ্ধা জানাই। ওই সমাবর্তন অনুষ্ঠানে ১ হাজার ১শ’১২ জনকে ডিগ্রি দেওয়া হয়।