শনিবার রাতে যশোরের মণিরামপুরে ৬ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন শিশু ছাত্রীর চাচা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এলাকবাসী মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার বিকেলে মণিরামপুর উপজেলার উত্তর ভরতপুর নূরানীয়া হাফিজীয়া মাদরাসার ইমরান হোসেন (২২) নামে এক শিক্ষকের নিকট কয়েকজন শিশু ছাত্রী আরবি পড়তে যায়। এ সময় একজন ছাত্রীকে আরবি পড়ানোর কথা বলে অন্যান্য শিক্ষার্থীদের বাইরে খেলা করার নির্দেশ দেয় মাদ্রাসা শিক্ষক। একপর্যায়ে লম্পট শিক্ষক মাদ্রাসা কক্ষের দরজা বন্ধ করে ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির আতœ-চিৎকারে বাইরে খেলতে থাকা শিশু শিক্ষার্থীরা দৌড়ে আসে এবং খবরটি প্রতিবেশি লোকজনকে জানিয়ে দেয়। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে আটকে রাখে এবং থানা পুলিশকে খবর দেয়।
মণিরামপুর থানার উপপরিদর্শক তপন কুমার সিংহ জানায়, রাত ১১টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে আটক রাখা মাদ্রাসা শিক্ষক ইমরানকে থানা হেফাজতে আনা হয়। এ ঘটনায় ওই রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আটক ইমরান অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত. আরব আলীর ছেলে।
মণিরামপুর থানার ডিউটি কর্মকর্তা এএসআই মোশারফ হোসেন বলেন, আটক ইমরানকে রোবাবর দুপুর একটার দিকে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরন করা হয়েছে। রিপোর্ট লেখার আগ পর্যন্ত ভিকটিম শিশু ছাত্রীর জবানবন্দি রেকর্ড করার জন্য থানা হেফাজতে রাখা ছিলো।