নাটোরের বড়াইগ্রাম উপজেলার জাতীয় পার্টির উদ্যোগে রোববার পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের বিদেহী আতœার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শিল্পপতি অধ্যাপক মোঃ আলাউদ্দীন মৃধা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বনপাড়া পৌর সভাপতি বাহার উদ্দিন প্রামাণিক, বড়াইগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল হান্নান বক্তব্য রাখেন।