নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে আরিফুল ইসলাম (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার শেষ বিকালে উপজেলার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম চকপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম জানান, শনিবার বিকালে শিশুটির মা-চাচীরা বাড়িতে বসে গল্প করছিলেন। এ সময় শিশুটি উঠানে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির বাইরে চলে যায়। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় তার অচেতন দেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।