পাবনার চাটমোহরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যে দ্বিতীয় দফায় কৃষক নির্বাচনের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে কৃষক,জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে কৃষক নির্বাচনের জন্য এই লটারী অনুষ্ঠিত হয়। উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৫৫৬ জন কৃষক নির্বাচন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ভাদ্য অধিদপ্তরের আয়োজনে এই লটারী অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম,কৃষি কর্মকর্তা হাসান রশীদ হোসাইনী,খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম,কৃষকলীগের সভাপতি আঃ মান্নান মুন্নাফ,সাধারণ সম্পাদক শেখ মোঃ ষালাহ উদ্দিন ফিরোজ,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ প্রথম দফায় এই উপজেলায় লটারীর মাধ্যমে ৩৩৪ জন কৃষক নির্বাচন করা হয়। যার মধ্যে ২ শতাধিক কৃষক খাদ্য গুদামে ধান সরবরাহ করেছেন। ধান সংগ্রহ অব্যাহত রয়েছে বলে জানালেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম।