খুলনার পাইকগাছা সাংবাদিক জোটের নেতৃবৃন্দের সাথে থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ এক মত বিনিময় করেছেন।
শনিবার রাত ৮টায় ওসির অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জোটের আহ্বায়ক প্রকাশ ঘোষ বিধান। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গফুর, এসএম আবদুর রহমান, সদস্য সচিব পলাশ কর্মকার, সদস্য এইচএমএ হাশেম, জিএম আসলাম হোসেন, জিএম মোস্তাক আহম্মেদ, মহানন্দ অধিকারী মিন্টু, মিলন দাশ, আবদুস সবুর আল-আমীন, সাইফুল ইসলাম ও দীপ অধিকারী প্রমুখ।
মত বিনিময় কালে ওসি এমদাদুল হক বলেন, এলাকার আইনশৃংঙ্খলা ও মাদক নির্মূলে গণমাধ্যমকর্মীদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে আগামি ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সকলের সহযোগীতা কামনা করেন।