গত ২০জুলাই বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির উদ্যোগে চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশে সম্পন্ন হয়েছে। ওই মহাসমাবেশের পর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মনে চাঙ্গাভাব দেখা দিয়েছে। সফল এই সমাবেশের ফলে দলটিতে হতাশা কেটে গেছে। কোন্দলও ধীরে ধীরে থাকবেনা। তারা দলবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোরদার করতে চান। এজন্য সামনে দলের একাধিক সমাবেশ করার কথাও ভাবছেন এখানকার মহানগর নেতৃবৃন্দ। ওই মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহরের নাসিমন ভবনস্থ নগর বিএনপি কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কের একপাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালীন সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
সমাবেশে উপস্থিত ছিলেন নগরীর সকল ওয়ার্ড ও থানা, উত্তর ও দক্ষিণ জেলার সকল উপজেলা থেকে আগত দলের হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক। এছাড়াও সমাবেশে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলা থেকেও বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মীরা দলে দলে স্বত:স্ফুর্তভাবে যোগ দেন। কেউ কেউ সমাবেশের একদিন আগেই চট্টগ্রামে চলে আসেন। উঠেন হোটেল কিংবা আত্মীয়ের বাসায়। আজ রোববার সকালে হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারেফ হোসেন ডিপ্টি সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। রাজপথে আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি হবেনা। সরকার অন্যায়ভাবে জনপ্রিয় এই সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রেখেছেন। ঠিকমত চিকিৎসাও দিচ্ছেন না। সমাবেশ সফলতা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বিভাগীয় সমাবেশ শতভাগ সফল হয়েছে। এজন্য আগত অতিথিবৃন্দ এবং চট্টগ্রাম মহানগরের হালিশহরের দলীয় সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ওদিকে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিশু থেকে বৃদ্ধা কেউ মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না। জুলুম-নির্যাতন সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। ১৯৭২ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। খালেদা জিয়া ৩০ থেকে ৪০ বছর দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। অথচ তার বিরুদ্ধে এখনও ৩৬টি মামলা দেয়া আছে। বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা হয়নি। বেগম জিয়ার প্রাপ্য চিকিৎসাসেবা তাকে দেওয়া হচ্ছে না। অতি দ্রুত মুক্তি দিয়ে তার প্রাপ্য চিকিৎসাসেবার ব্যবস্থা করতে হবে। সরকার বাজেট ঘোষণা করার পর থেকে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে। বাংলাদেশে নাকি উন্নয়নের জোয়ার বইছে। বাংলাদেশ নাকি উন্নয়নের রোল মডেল। কিন্তু এখনতো মেগা প্রজেক্টের নামে মেগা লুট চলছে। ব্যাংক লুট হচ্ছে এবং শেয়ার বাজার লুট হচ্ছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় এই বিভাগীয় সমাবেশ সম্পন্ন হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ^র চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহাজান, আবদুল আউয়াল মিন্টু, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, অধ্যাপক সুকোমল বড়-য়া, এসএম ফজুলুল হক, অধ্যাপক জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন ফারুক,
আবুল খায়ের ভূঁইয়া, বেগম রোজি কবির, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় মৎস্য সম্পাদক লুৎফর রহমান কাজল, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, মহিলা সম্পাদক নুরী আরা সাফা, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, হারুনুর রশীদ ভিপি, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, সহ ধর্ম সম্পাদক এড, দীপেন দেওয়ান, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল, মশিয়ুর রহমান বিপ্লব, মজিবুর রহমান ও আবদুল ওয়াদুদ ভূঁইয়া প্রমুখ।