21.07.19.jpg) 
		
	রংপুর মহানগর যুবলীগের সভাপতি পদে এবিএম সিরাজুম মনির বাশার এবং সাধারণ সম্পাদক পদে মুরাদ হোসেন জয় লাভ করেছেন। এবার সম্মেলনে সভাপতি পদে হারুন অর রশিদ হারুন, সিরাজুল মনির বাশার ও সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মুরাদ হোসেন ও হারাধন রায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 
শনিবার দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন আশিকুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর মহানগর যুবলীগের আহ্বায়ক এবিএম সিরাজুম মনির বাশার। সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান।
সমাবেশের শুরুত্বেই প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদ, প্রধানমন্ত্রীর স্বামী পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়াসহ আওয়ামী লীগের নিহত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।