দেশকে এবং দেশের মানুষকে উন্নতর স্তরে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী চালু করেন একটি বাড়ি একটি খামার প্রকল্প। চালুর পর থেকে সারাদেশে অত্যন্ত সুনামের সাথে এ প্রকল্পটি পরিচালিত হয়ে আসছে। এ প্রকল্পের আওতায় চালু করা হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক। এ ব্যাংক থেকে ওই প্রকল্পের সদস্যরা ক্ষুদ্র ব্যবসা করার জন্য সহজ শর্তে ঋণ পাচ্ছেন। ঋণ নিয়ে সদস্যরা হাঁস, মুরগি, গরু, ছাগল পালন, মৎস্য খামার ইত্যাদি করে থাকেন। কিন্তু সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুশরুত ধুলিয়া সরকারপাড়া সমিতিতে চলে আসছে অনিয়ম-দুর্নীতি। অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে ওই সমিতির ম্যানেজার আলাল হোসেন অন্যের পাশ বইয়ে জাল স্বাক্ষর দিয়ে ১৬ হাজার টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, ওই সমিতির সদস্য মো. শাহ আলম ও মো. শাহ জামাল। তারা ঋণের জন্য কয়েক মাস আগে সমিতি থেকে প্রস্তাব রেখেছেন। দীর্ঘদিনেও ঋণ না পাওয়ায় তাদের মনে সন্দেহের সৃষ্টি হলে তারা চলে যান পল্লী সঞ্চয় ব্যাংকে। সেখানে গিয়ে ঋণের বিষয়ে জানতে চাইলে তাদের বলা হয় পাশ বই কি নিয়ে এসেছেন। তাদের সাথে থাকা দুটি পাশ বই ব্যাংকের কর্মকর্তার হাতে দিলে তারা ওই পাশ বই দু’টিতে ৮ হাজার করে ১৬ হাজার টাকা ঋণের ঘরে তুলে দেন। সেই সাথে ২ সদস্যকে জানিয়ে দেন আপনাদের ঋণ অনেক আগেই দেয়া হয়েছে। কে ঋণ নিলো আর কাকে ঋণ দেয়া হলো এ বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা পাশ কেটে যান। এ ব্যাপারে অভিযুক্ত ম্যানেজার আলাল হোসেনের সাথে মোবাইল ফোনে সাংবাদিকের কথা হলে তিনি জানান, ওই ২ সদস্যকে ঋণ দেয়া হয়নি। যদি ঋণ দেয়া না হয় তাহলে তাদের নামে কে ঋণ তুলে নিলো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ভিন্ন রয়েছে একটু সময় লাগবে। এ বিষয়ে গতকাল পল্লী উন্নয়ন ব্যাংক সৈয়দপুরে গিয়ে সমন্বয়কারী হরে কৃষ্ণ রায়ের সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়টি কেমন করে হলো আমার জানা নেই। আমি সদ্য এখানে যোগদান করেছি। আমার আগের সমন্বয়কারীর সময় এ ঋণটি দেয়া হয়েছে। যারা এ কাজটি করেছেন তারা অপরাধ করেছেন। আমি এ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।