বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপ-সচিব এমডি শাহাবুদ্দিন চৌধুরী বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদের সদস্যের সাথে মতবিনিময় সভা হয়। শনিবার বিকেলে ঢাকা থেকে সড়ক পথে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপ-সচিব এমডি শাহাবুদ্দিন চৌধুরী আগৈলঝাড়ায় আসেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক বিপুল চন্দ্র দাস’সহ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা। পরে মুক্তিযোদ্ধাদের নতুন ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপ-সচিব এমডি শাহাবুদ্দিন চৌধুরী। মতবিনিময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, তাজুল ইসলাম, এবিএম সিদ্দিক, বাবুল আহাম্মেদ, শাহাআলম মতি, মোল¬া আলমগীর ও কার্তিক শিকারী প্রমুখ।