লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি উপনির্বাচনে নৌকা সমর্থিত প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আহসান উল্যাহ হিরনের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, কমলনগর উপজেলার চর লরেন্স নৌকা প্রতীকের প্রার্থী আহসান উল্যাহ হিরনের পক্ষে কয়েক দিন আগে একটি নির্বাচনী ক্যাম্প করা হয়। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে বাজারে থাকা নৈশপ্রহরী আগুন নেভায়। এ সময় ক্যাম্পের কয়েকটি চেয়ার,নির্বাচনী পোষ্টার পুড়ে যায়।
কমলনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি তদন্ত) মো. সোলাইমান জানান,ঘটনা জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।