চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও অপর ২জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর নামক স্থানে একটি ট্রাকের সাথে অটো ভ্যানের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নওগাঁ জেলার পৌরশা উপজেলার দিঘিরাজ গ্রামের আমির আলী (৪০) স্থানীয়রা জানায় রোববার সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর নামক স্থানে নওগাঁর পৌরশাগামী একটি ছোট ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটো ভ্যান যাত্রী ৩ জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আমির (৪০) নামে ভ্যানযাত্রী মারা যায়। অন্য ২ ভ্যান যাত্রী এনামুল ও সিফাতকে গুরুতর আহত অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান খবর পেয়ে পুলিশ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।