আশাশুনি উপজেলার দু’টি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইজিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ও একজন সংরক্ষিত মহিলা মেম্বার পদে এবং দরড়াহপুর ইউনিয়ন পরিষদে একজন মহিলা মেম্বার পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ২৫ জুলাই। নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের নিয়ে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা কলারোয়া মাসুদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সদর শেখ শরিফুল ইসলাম ও আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।