বগুড়ায় সর্বকালের সকল রের্কড ভেঙ্গে যমুনায় পানি কমতে শুরু করেছে। অন্যদিকে এবার বাঙ্গালী নদীর পানি বিপদ সীমা ছাড়িয়েছে । ফলে বন্য পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও বন্যা সতর্কিকরন সূত্রে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার কমে শনিবার বিকাল ৬টায় সারিয়াকন্দি পয়েন্টে বিপদ সীমার ১০ সেন্টিমিটার উচুঁদিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে যমুনার কাছ দিয়ে বয়ে যাওয়া বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি পেয়ে একন বিপদ সীমার ২১ সেন্টি মিটার উচুঁ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে যমুনায় পানি কমলেও বাঙ্গালী নদীর পানি বৃদ্ধিতে এলাকায় বন্যাকবলিতদের দূর্ভোগ আরো বেড়েছে। এলাকায় সাপ সহ বিভিন্ন বিষাক্ত প্রানির উপদ্র বৃদ্ধি পেয়েছে। ইত্ব মধ্যই বন্যাকবলিত সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের পাকুরিয়া গ্রামে আবদুল রশিদ(৩৩)নামের এক যুবকের মৃত্যুর খবর জানা গেছে।
এদিকে গত কয়েক দিনের অব্যাহত বর্ষন ও উজানের ভারতের পাহাড়ী ঢলে যমুনার পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ার ফলে পূর্ব বগুড়ার সারিয়াকন্দি ও ধুনট এলাকার বিস্তৃর্ন অঞ্চল প্লাবিত হবার পর প্রায় দেড় লক্ষাদিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়ে। হাজার হাজার বর্ন্যাত্ব মানুষ আশপাশের উচুঁস্থানে বন্য নিয়ন্ত্র বাধে আশ্রয় নিতে বাধ্য হয় । ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে গোটা অঞ্চলে বানভাষীদের সুপিয় পানি ও খাবার সংকট চরম আকার ধারন করেছে । গত কয়েক দিন যাবত পানি বন্দি অবস্থায় নিজেদের কাছে সংরক্ষন করা খ্যাদ্য ভান্ডার ফুরিয়ে যাওয়ায় লক্ষাধিক বন্যার্ত এখন খ্যাদ্র নিরাপত্তায় মানবেতর জীবন যাপন করছে।
সরকারী উদ্যোগে এলাকায় ত্রান সাম
একই সাথে গো-খাদ্য এখন ভয়াবহ রুপ নিতে শুরু করেছে। ইত্বমধ্যই যমুনা নদীতে পানি বৃদ্ধি এবং সৃষ্ঠ ঘূর্নাবর্তের কারণে জেলার বন্যা নিয়ন্ত্রন বাঁধ এখনও হুমকীর মুখে রয়েছে।
অস্বাভাবিক ভাবে বন্যার পানি বৃদ্ধি থাকায় পূর্ব বগুড়ার সারিয়াকান্দি .ধুনট ও সোনাতলা উপজেলায় লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছে। বন্যাকবলিতদের মধ্য এখন তীব্র খাবার সংকট চলছে ।
নদীতে তীব্র ¯্রােত ও সৃষ্ট ঘূর্নাবেেতর কারণে অনেক স্থানে বন্যা নিয়ন্ত্রন বাঁেধ গর্তের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয়রা জিও বস্তা ফেলে এবং পাইলিং করে বাধের ক্ষতিগ্রহস্থ স্থান মেরামতের চেস্টা চালাচ্ছে। তবে পানির লেভেল আরও বেড়ে গেলে বাঁধ রক্ষা করা দুরূহ হবে এমনটা আশঙ্কা নদী পাড়ের মানুষদের ।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলদের কর্তব্য অবহেলা ও দায়িত্বহীনতার কারণে বন্যা পরিস্থিতি ও বন্যা নিয়ন্ত্রন বাঁদের নিরাপত্তা ব্যাবস্থা এখন নাজুক হয়েে পড়েছে। স্থানীয়দের অভিযোগ বন্যা পরিস্থিতি ও বন্যা নিয়ন্ত্রন বাধেরে পূর্ব নিরাপত্তায় উদ্যোগে নেয়া হলে এলাকার মানুষজনকে উৎকণ্ঠা বন্যা ভীতি নিয়ে থাকতে হতো ।
এদিকে অব্যাহত ভাবে বানের পানি ঢুকে পড়ায় প্রতিদিন পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের জমির ফসল । প্লাবিত হচ্ছে ঘড় বাড়ী শিক্ষা প্রতিষ্ঠান দোকান পাট হাট বাজার । ইত্ব মধ্যই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দান বন্ধ করে দেয়া হয়েছে। তলিয়ে গেছে আশ্রয় কেন্দ্র।
বগুড়ার ধুনটে যমুনার প্রবল চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক পয়েন্ট দিয়ে পানি চুইয়ে পড়ছে।
বৃহস্পতিবার বিকেল ৬টায় সারিয়কান্দি পেেয়ন্টে যযুনার পানি বেড়ে বিপৎসীমার ১২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।সূত্র বলছে গত শনিবার শনিবার থেকে চলতি মৌসুমে বগুড়ায় প্রথম বিপৎসীমা অতিক্রম করে যমুনা নদীর পানি।
এ বিষয়ে আরো জানা যায় উজান থেকে নেমে আসা পানির তীব্র গতির স্রোত এখন বন্যা নিয়ন্ত্রন বাঁধের পূর্বাংশে আঘাত করছে । ফলে ফলে ইতমধ্যই প্রায় ৪৫ কিঃমিটার বাঁধের বিভিন্ন স্থানে ভাঙ্গ দেখা দিয়েছে।
সারিয়াকান্দি জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)তে ৩৫বছর যাবত কর্মরত পানি মাপক দায়িতে থাকা আবদুল হামিদ এ প্রকিনিধিকে জানান, কর্মজীবনে যমুনায় এধরনের পানি তিনি দেখেননি । তিনি আরো জানান, এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তিনি জানান বগুড়ার তিন উপজেলায় যমুনা নদীর তীরে ৪৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। প্রবল স্রোতের কারণে সোনাতলা উপজেলার পাকুল্যা, ছাতিয়ানতলা, সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ও কামালপুর এবং ধুনট উপজেলার ভান্ডারবাড়ি, বানিয়াজান ও কৈয়াগাড়ি এলাকায় বাঁধের বিভিন্ন অংশ দিয়ে ১৬ জুলাই রাত থেকে পানি চুইয়ে ঢুকতে শুরু করে। পানি আটকাতে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে বালুর বস্তা ফেলা শুরু হয়েছে।একই সাথে বাশের পাইলিং করা হচ্ছে । এ ব্যপারে স্থানীয় পাউবো এবং স্থানীয়রা এগিয়ে এসেছে।
বগুড়া পাউবোর একটি দায়িত্বশীল জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মধ্যে থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঝুঁকি মোকাবিলা করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এদিকে এদত অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে । আগামি ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতি আরো াবনতি হতে পারে মর্মে আশঙ্কা করা হয়েছে ।