রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, এরা হরেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার মতলবকান্দির আলী আহমেদ ভুঁইয়ার ছেলে স্বপন ভুঁইয়া(২৬), দিনাজপুরের পুলহাটের রাশেদুল ইসলামের ছেলে মোয়াজ্জেম হোসেন(২৫), মধ্য বালুবাড়ির নূর ইসলামের ছেলে আবদুল বাতেন(৩৪) ও আউয়াল আহমেদের ছেলে আরিফুল ইসলাম(২২)। শুক্রবার(১৯জুলাই) রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুরের একটি মেলা থেকে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় জুয়া আইনে মামলা হলে পুলিশ তাদের গ্রেফতার দেখায়। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি(তদন্ত) আরিফ আলী।