রংপুরের হাজিরহাট থানায় একশ’ গ্রাম গাঁজাসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রংপুর হাজিরহাট থানা মেট্রোপলিটন পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে হাসনা বাজার মাস্টার মার্কেটের ভিতর থেকে আসামীর দোকান ঘরের ভিতর থেকে একশ’ গ্রাম গাঁজাসহ শ্রী নির্মল চন্দ্র শীল ওরফে শান্তকে হাতেনাতে গ্রেপ্তার করে।
এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন জানান, শান্ত হাজিরহাট থানার জগদীশপুর নাপিতপাড়ার মৃত ধরণী চন্দ্র শীলের ছেলে শ্রী নির্মল চন্দ্র,শীল ওরফে শান্ত। সে দির্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছে। আজ রাতে সংবাদ পেয়ে শান্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শান্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।