যশোরে মাদকের ভয়াবহতা নিরসনে করণীয় শীর্ষক এক সেমিনার শনিবার সকালে যশোর শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনারে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুশারফ হুসাইন ও কানুতোষ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক সিইও শফিকুল আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদসহ খুলনা অঞ্চলের শাখা সমূহের কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তরা, ব্যাংকের শাখাগুলোকে ধুমপানমুক্ত ও সকল কর্মকর্তা-কর্মচারীকে মাদকমুক্ত থাকতে আহবান জানান। একইসাথে সিগারেট কোম্পানিসহ মাদক ব্যবসা পরিচালনাকারীদের ঋণ সুবিধা না দেয়ার ঘোষণা দেন বক্তরা। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তাদের মাদকের বিরুদ্ধে সামাজিক দায়িত্ব পালনে উদ্যোগী হওয়ার আহবান জানানো হয়।