বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিয়ানে পলিথিন ও ফেনসিডিলসহ এক মাদক ও পলিথিন বহনকারী মেহেদী সরদার নামক একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবক হচ্ছে যশোর বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত বেনাপোলের সাদিপুর গ্রামের।বিজিবি’র ২১ ব্যাটালিয়নের একটি টহলদল পুটখালী বালুরমাঠ আম বাগানের মধ্যে হতে ২৩৪ বোতল ফেনডিডিলসহ মেহেদী সরদার নামে এক যুবককে শনিবার সকালে গ্রেফতার করে। অপরদিকে, বিজিবি’র একটি টহলদল গোগা জেলেপাড়ার ইছামতি নদীর পাড় হতে ২০ টি কার্টুন ডন কার্ড এবং ২৬ প্যাকেট পলিথিন জব্দ করে। গ্রেফতারকৃত মেহেদী সরদারকে বেনাপোর পোর্ট থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা দায়ের করে।