সরকারী জমিতে মুক্তিযোদ্ধার বাড়ির জায়গা দখলের চেষ্টাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে বিধবা মুক্তিযোদ্ধা পত্মী কুলসুম বেগম আহত হয়েছে। এ সময় হামলা ভাংচুর করে ৩ হাজার টাকা ক্ষতি সাধণ করে ১ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে শ্লীলতাহানী ঘটানোর অভিযোগে কোতয়ালি মডেল থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হচ্ছে,যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর মুক্তিযোদ্ধা পল্লীর মৃত সোবহান আলীর ছেলে আবদুল মজিদ ও তার ছেলে শুকুর আলী এবং মেয়ে বৈশাখীসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
সদর উপজেলার ঝুমঝুমপুর মুক্তিযোদ্ধা পল্লীর মৃত বীর মুক্তিযোদ্ধা আবদুল জলিল সিকদারের স্ত্রী মোছাঃ কুলসুম বেগম শুক্রবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,সরকার কর্তৃক ৩ শতক জমি দেওয়ায় তাতে বাড়ি করে তিনি বসবাস করছে। আসামিরা তার প্রতিবেশী। আসামিরা তার সরকারী ৩ শতক জমির কিছু অংশ দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ ব্যাপারে তিনি প্রতিবেশীদের বাধা নিষেধ করে। ইতঃপূর্বে আসামিরা তার জমির বেড়া ভেঙ্গে দিয়ে জমি দখলের চেষ্টা করে। গত বৃহস্পতিবার দুপুর ১ টায় ওই আসামীসহ তাদের অজ্ঞাতনামা ৪/৫জন সন্ত্রাসী হাতে লাঠি সোটা নিয়ে ওই মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালায়। এ সময় কুলসুম বেগমকে মারপিট পূর্বক শ্লীলতাহানী ঘটায়। চুলের মুঠো ধরে মারপিট করে গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা বেড়া ভাংচুর করে ৩ হাজার টাকা ক্ষতি সাধন করে।
যশোরে পুলিশ ক্যাম্পের হাতে
ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
এফএনএস (এস এম হাবিব; যশোর) :
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা শনিবার সকালে ফেনসিডিলসহ সবুজ হোসেন চাকলাদার নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার কুমার বাগডাঙ্গা গ্রামের মৃত আবদুস সাত্তার চাকলাদারের ছেলে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুকুমার জানান,শনিবার খুব সকালে গোপন সূত্রে খবর পান চুড়ামনকাটি ইউনিয়নের কুমার বাগডাঙ্গা গ্রামের সবুজ হোসেন চাকলাদারের বাড়িতে ফেনসিডিল কেনাবেচা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ হোসেন দৌড়ে পালাবার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার দখল হতে মাত্র ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সবুজ হোসেনকে আদালতে চালান দেওয়া হয়েছে।