যশোরে মাদকের ভয়াবহতা নিরসনে করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের একটি অভিজাত হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনারে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুশারফ হুসাইন ও কানুতোষ মজুমদার। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদসহ খুলনা অঞ্চলের শাখা সমূহের কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা, ব্যাংকের শাখাগুলোকে ধুমপানমুক্ত ও সকল কর্মকর্তা-কর্মচারীকে মাদকমুক্ত থাকতে আহবান জানান। একইসাথে সিগারেট কোম্পানিসহ মাদক ব্যবসা পরিচালনাকারীদের ঋণ সুবিধা না দেয়ার ঘোষণা দেন বক্তারা।