মুলাদীতে কলেজ থেকে ছাত্রী অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্বহোসনাবাদ গ্রামের মালেক হাওলাদারের ছেলে হাসিব চরকালেখান আদর্শ কলেজে প্রবেশ করে একাদশ শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তারকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় কলেজের শিক্ষার্থীদের বাধার মুখে হাসিব ওই ছাত্রীকে অপহরণ করতে ব্যর্থ হয়। হাসিব ছাত্রী রাবেয়াকে স্ত্রী দাবী করলেও তাদের ডিভোর্স হয়ে গেছে বলে জানান রাবেয়া। জানাগেছে উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্বষোলঘর গ্রামের দেলোয়ার আকনের মেয়ে রাবেয়া আক্তার চরকালেখান নেছারিয়া কামিল মাদরাসায় ৯ম শ্রেণিতে পড়ার সময় একই শ্রেণির ছাত্র হাসিবের সাথে প্রথমে পরিচয় পরে প্রেমের সূত্রে ২০১৭ সালের ২৬ নভেম্বর পালিয়ে বিয়ে করে। বিয়ের পরে কিছুদিন পরেই হাসিব ও তার পরিবার রাবেয়াকে তার পিতার বাড়ি থেকে যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করে। রাবেয়া জানায় হাসিব ও তার পিতা প্রথমে তার পিতার কাছে বিদেশ যাওয়ার জন্য প্রথমে ৪লক্ষ টাকা দাবী করে। ওই টাকা দিতে ব্যর্থ হওয়ায় হাসিব ও তার পিতা তাকে মারধর করে। পরবর্তীতে হাসিব অটো বাইক কেনার জন্য রাবেয়ার পরিবারের কাছে ২লক্ষ টাকা দাবী করে। কিন্তু রাবেয়ার দরিদ্র পিতা টাকা দিতে ব্যর্থ হলে হাসিব ও তার পরিবারের সদস্যরা পুনঃরায় রাবেয়াকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় রাবেয়া নিজের ভুল বুঝতে পেরে পিতা-মাতার কাছে ক্ষমা চেয়ে তাদের কাছে আশ্রয় নেয় এবং গত ২৬ জুন হাসিবকে ডিভোর্স দেয়। ২০১৯ সালে দাখিল পাস করে চরকালেখান আদর্শ কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হয়। গতকাল শনিবার হাসিব ছাত্র বেশে কলেজে প্রবেশ করে প্রথমে রাবেয়াকে তার সাথে যাওয়ার অনুরোধ করে। কিন্তু রাবেয়া তাকে ডিভোর্সের কথা জানালে সে ক্ষিপ্ত হয়ে মারধর করে এবং জোড়পূর্বক কলেজ থেকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় কলেজের শিক্ষার্থীরা হাসিবকে আটক করে অধ্যক্ষের কাছে নিয়ে গেলে তিনি হাসিবের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান জানান হাসিব কলেজের ছাত্র না হয়েও ছাত্রবেশে কলেজে প্রবেশ করে স্ত্রীর দাবী নিয়ে এক ছাত্রীকে মারধর করে অপহরণের চেষ্টা চালিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসিবের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে হাসিব চরকালেখান কলেজ এলাকায় আসলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।