মুলাদীতে স্কুল শিক্ষকের ওপর হামলাকারী বখাটেদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা নোমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। স্কুল শিক্ষক মির্জা নোমান জানান চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নাজিম, শাওন, ইমন, রুমনসহ স্থানীয় কয়েকজন বখাটে দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্যাক্ত, দেয়ালে আজে-বাজে লেখা ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে আসছিলো। তিনি ১৮ জুলাই বৃহস্পতিবার বখাটে শিক্ষার্থীদের বিদ্যালয়ে শৃঙ্খলা মেনে চলার জন্য নির্দেশ দেন এবং ছাত্রীদের উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বখাটেদের গডফাদার স্থানীয় আইনুল হকের নেতৃত্বে ১০/১২ জন বখাটে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে স্কুল শিক্ষক নোমান মির্জার বাড়ি গিয়ে হামলা চালিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় বখাটেদের হামলায় মির্জা নোমানের মাথা ফেটে যায় এবং দুই হাতের বেশ কয়েকটি হাড় ভেঙ্গে যায়। শিক্ষকের ওপর হামলার সংবাদে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মির্জা নোমানকে উদ্ধার করে রাতেই মুলাদীতে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ১৯ শে জুলাই স্কুল শিক্ষক মির্জা নোমান বাদী হয়ে আইনুল হক, শাওন, নাজিম, ইমন, রুমন, সিয়ামসহ ১০জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় শিক্ষার্থীরা শনিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ছাত্রী উত্ত্যক্ত ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদ করায় বখাটে শিক্ষার্থী ও স্থানীয়রা মির্জা নোমানের ওপর হামলা চালিয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বিচার হওয়া প্রয়োজন। মুলাদী থানা কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান জানান স্কুল শিক্ষকের মামলার ভিত্তিতে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।