প্রশাসনের নাকের ডগায় সিংড়া মৎস্য আড়তে প্রকাশে মা ও পোনা মাছ ক্রয়-বিক্রয় হচ্ছে। মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের বিভিন্ন এলাকা থেকে অবৈধ সুঁতি, বাদাই ও কারেন্ট জাল পেতে এসব মাছ নিধন করছে এক শ্রেণির অসাধু জেলে ও কিছু প্রভাবশালী নেতাকর্মীরা। আর এসব মাছ সিংড়া মৎস্য আড়তসহ স্থানীয় বাজারে প্রকাশ্যে বিক্রি করা হলেও মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন।
অথচ মা মাছ ও ৯ ইঞ্চির নীচে যে কোন ধরণের পোনা মাছ ধরা ও ক্রয়-বিক্রয় নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। এবং মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী সুঁতি, বাদাই, কারেন্ট জাল ও বানা দ্বারা মাছ ধরা দন্ডনীয় অপরাধ। আর এই আইন অমান্যকারী প্রথম বারের জন্য ৫ হাজার টাকা জরিমানা অথবা এক বছরের জেল অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে। সেই আইনেরও প্রয়োগ নেই।
শনিবার সকাল ৭টায় সিংড়া মৎস্য আড়ত ঘুরে দেখা যায়, আবদুস সালামের মা-মনি মৎস্য পাতাসি মাছের পোনা পলিথিনে জড়িয়ে যেন পসরা সাজিয়ে রাখা হয়েছে। ২টি আইসের বড় বাক্সে প্রায় ৩মণ মাছ আনা হয়েছে। আর আড়তের কয়েলদার তা হাক ছেড়ে ডেকে বিক্রয় করছেন। পাতাসি প্রতি কেজি বিক্রয় হচ্ছে ৪শ থেকে ৫শ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক পাশবর্তী আড়তদার বলেন, এই মাছগুলো সুতিজাল দিয়ে ধরা হয়েছে। সাংবাদিক ছবি তোলো ভালো করে তোলো।
এ বিষয়ে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, মা মাছ ও ৯ ইঞ্চির নীচে যে কোন ধরণের পোনা মাছ ধরা ও ক্রয়-বিক্রয় নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। কারণ এর সাথে মৎস্য অধিদপ্তরের লোকজন জড়িত বলে তিনি মন্তব্য করেন। তাছাড়া এ বিষয়ে এত লেখালেখি হলেও এখন পর্যন্ত সিংড়ার মৎস্য অফিস একটি সুতি উচ্ছেদ ও বা কাউকে কোন সাজার আওতায় আনেনি।
এ বিষয়ে সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জহুরুল হক বলেন, ইতোমধ্যে মৎস্য অফিসের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। আর এই বিষয়ে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।