দিনাজপুরে শীঘ্রই পাইপ লাইনে গ্যাস আসছে, তা ইতিমধ্যেই অনুমোদন হয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ঐতিহাসিক রামসাগরকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি দিনাজপুর পৌরসভার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আড়াইশ’ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে। তা অচিরেই বাস্তবায়িত হবে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ রোডে নিমতাড়া (আনন্দ সাগর) সংলগ্ন জেলায় গ্রীণএলপিজি অটোগ্যাস স্টেশন এ- কনভার্শন সেন্টার এর উদ্বোধনকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান শেখ হাসিনা সরকারের হাত ধরে দেশে এসেছে নজিরবিহীন সাফল্য। কিন্তু দিনাজপুরে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পৌর মেয়র কোন কাজ করছে না। তিনি একটি কথাই শিখেছেন বর্তমান সরকার আমাকে কাজ করতে দেয় না। এই অজুহাত দিয়েই তিনি পৌরবাসীকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। দিনাজপুর পৌরবাসী বছরে ৮ থেকে ১০ কোটি টাকা ট্যাক্স দিয়ে থাকেন, এই ট্যাক্সের টাকা যায় কোথায়? ইচ্ছে করলে তিনি এই টাকা দিয়েই শহরের ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করে পৌরবাসীকে মুক্ত করতে পারেন। কিন্তু তিনি তা করেন না। এ কারণেই বর্তমান সরকার দিনাজপুর এলজিইডি’র মাধ্যমে শহরের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আড়াইশ’ কোটি টাকার প্রকল্প ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন, খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে। এছাড়াও দিনাজপুর-গোবিন্দগঞ্জ, দিনাজপুর-দশমাইল মহাসড়ক ৪ লেনে উন্নতি করার প্রকল্প পাশ হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন র্যাব-১৩ দিনাজপুর কমান্ডার মো. সিদ্দিক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি রায়হান কবীর সোহাগ। আগত অতিথিদের অভ্যর্থনা জানান, গ্রীণ এলপিজি অটোগ্যাস স্টেশন এ- কনভার্শন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারিসুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসাইন।
এরপরে সকাল সাড়ে ১১টার দিকে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন’ এর জেলা পর্যায়ের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, শিক্ষিত সমাজ ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়।
দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাস জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন প্রমুখ।