নওগাঁর মান্দায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার দুপুরে উপজেলার কশব ইউনিয়নের দক্ষিণ চকবালু ও বনকুড়া গ্রামের দুর্গত মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান, মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জ¦ীন, সাংবাদিক আবদুল জব্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে শনিবার সকাল ১০টার দিকে কশব ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুর্গত ১৫০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, উপজেলা বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ও আবুল কালাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।