নওগাঁর মান্দায় ৮০ বোতল ফেনসিডিলসহ আসাদুজ্জামান ওরফে আসাদুল (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটক আসাদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড়হাদীনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আবদুল মালেক সঙ্গীয় ফোর্সসহ ফেরিঘাটে এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলে ফেনসিডিল পাচারের সময় আসাদুলকে আটক করে। পরে তার ব্যবহৃত এ্যাপাচি মোটরসাইকেল থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনায় আসাদুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।