নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোংলা মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোংলা মিয়া রাজেন্দ্রপুর গ্রামের মৃত মহসিন আলী মোল্লার ছেলে।
চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, বাড়ির পাশে আম গাছ কাটার সময় একটি ডাল বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের উপরে পড়ে। এ সময় মোংলা মিয়া তারের উপর থেকে ডালটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।