যশোরের মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতহীনভাবে প্রেসক্লাবের হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭টি পদের বিপরীতে ৯টি পদে ১৭ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেন। দ্বিবার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে মোঃ ফারুক আহাম্মেদ লিটন (দৈনিক ভোরের কাগজ), সহ-সভাপতি পদে জি,এম ফারুক আলম (দৈনিক যায়যায়দিন/ফেয়ার নিউজ) ও প্রভাষক নূরুল হক (দৈনিক আজকালের খবর/স্পন্দন), যুগ্ম-সম্পাদক পদে হারুন-অর-রশীদ সেলিম (দৈনিক ভোরের দর্পণ/প্রজম্মের ভাবনা) ও আসাদুজ্জামান রয়েল (দৈনিক দিনকাল/নওয়াপাড়া), সাংগঠনিক সম্পাদক পদে এস.এম সিদ্দিক (দৈনিক সময়ের খবর), দপ্তর সম্পাদক পদে অশোক কুমার বিশ্বাস (দৈনিক বর্তমান/প্রবর্তন), ক্রীড়া ও সংস্কৃতিক পদে রবিউল ইসলাম (দৈনিক শিল্পী সংবাদ/সত্যপাঠ), প্রচার সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক (দৈনিক জনতা) নির্বাচিত হয়েছেন। এর আগে সম্পাদক পদে একক প্রাথী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মোতাহার হোসেন (দৈনিক যুগান্তর/সমাজের কথা), অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান (দৈনিক আলোকিত সংবাদ), তথ্য ও গবেষণা সম্পাদক পদে শফিয়ার রহমান (দৈনিক সত্যপাঠ), ৫টি নির্বাহী সদস্য পদে হোসাইন নজরুল হক (দৈনিক আমার সময়), ইউনুচ আলী (দৈনিক সমাজের কথা), মনোয়ার উদ্দিন আহমেদ (দৈনিক সকালের সময়/বিডি রিপোর্ট২৪), আনিচুর রহমান (আমার সংবাদ) ও গীতা রানী কুন্ডু (নারী কন্ঠ) নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠিত এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাড. মোঃ মকবুল ইসলাম ও অ্যাড. বশির আহমেদ খান। নির্বাচন কমিশনারের সহযোগী হিসেবে দায়িত্বে ছিলেন তপন বিশ্বাস পবন ও প্রভাষক মামুন অর রশীদ জুয়েল।