মুন্সীগঞ্জে আল্লামা শফি’র আগমন উপলক্ষ্যে সিরাজদিখান উপজেলার উলামা এবং তাবলীগ জামায়েতের সাথীদের নিয়ে মাহফিল প্রস্তুতি সভা ও জোড় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মধুপুর মাদরাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীর সাহেব মধুপুর আবদুল হামিদ এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাবলীগ জামায়েতের সুরা সদস্য হযরত মাওলানা হাফেজ জোবায়ের আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইখুল হাদিস দেওবন্দ মাদরাসার হযরত মাওলানা মুফতি নেছার আহমেদ। এ ছাড়া অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওভোগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা মুফতী নেসার আহমদ, সৈয়দপুর মাদরাসার মুহতামিম মুফতি বশির আহাম্মেদ, মধুপুর মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী ওবায়দুল্লাহ কাসেমী, বালাসুর কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুস কাসেমী, মুধুপুর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি কামরুজ্জামান, জামিয়া মাদানিয়া কোলাপাড়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী আশরাফ আলী কাসেমী, মুন্সীগঞ্জ মারকাজের জিম্মাদার মো. জাহিদ, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জিএম এম. এ মুবারকুল্লাহ, কেরাণীগঞ্জের মোঃ সেলিম, ইসলামপুরের হাজী নুরুজ্জামান শিকদার প্রমুখ।