কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের পূর্ব গাইলকাটা গ্রামের মোঃ হাবিবুর রহমান গং ও মোঃ বাচ্চু মিয়া গংদের মাঝে বাড়ির জায়গা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষের মহিলাসহ অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন মোঃ হাবিবুর রহমান (৫০), তাঁর স্ত্রী- রুবিয়া বেগম (৩৭), মোঃ শাহ্ আলম (৩২), মোঃ বদরুল আলম (১৭)। এদের মধ্যে মোঃ হাবিবুর রহমান (৫০)কে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও রুবিয়া বেগম (৩৭)কে কুলিয়ারচর সরকারি হাসপাতালে এবং শাহ্ আলম ও বদরুল আলমকে কুলিয়ারচর হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় মোঃ হাবিবুর রহমান গতকাল শনিবার কুলিয়ারচর থানায় মোঃ বাচ্চু মিয়া, শাহ্ আলম, নূর আলম, বদরুল আলম এর নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরে। জানা যায়, নতুন বাড়ি স্থাপন করাকে কেন্দ্র করে বাচ্চু মিয়ার সঙ্গে হাবিবুর রহমানের সংঘর্ষ হয়। এ সময় হাবিবুর রহমানের ঘরটি ভাংচুর করেছে এক দল দুর্বৃত্ত। কুলিয়ারচর থানার ওসি আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা স্বিকার করেন।