বগুড়ার আদমদীঘিতে সনাতন ধর্মালম্বী এক নেতার বাড়ীতে হামলা, মারপিট ও প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় ৫ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই রাতেই বাদল হোসেন (৪৫) নামের এক জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের অমল মোদকের ছেলে সুকমল মোদকের বাড়িতে একদল দুষ্কৃতিকারী পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে হামলা চালিয়ে সুকমল মোদক, তার স্ত্রী বিথী রাণী ও বাবা অমল মোদক কে মারপিট করে ঘরের ভিতরে পারিবারিক পূজার ঘরে হামলা চালিয়ে গোপাল মূর্তি ও খোল করতাল ভাংচুর করে।
এ ঘটনায় আদমদীঘি থানায় সুকমল মোদক বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই বগুড়া শহরের খান্দার পাড়া এলাকার আবদুর জব্বারের ছেলে হামলাকীরা বাদল হোসেন কে গ্রেফতার করে। আদমদীঘি থানার ওসি তদন্ত আবদুর রাজ্জাক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে ঘটনায় হামলাকারীদের মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, মারপিট ও প্রতিমা ভাংচুরের ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ আদমদীঘি উপজেলা শাখার সভাপতি শ্যামল মোহন্ত, সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার তীব্র নিন্দা, ক্ষোভ জানিয়ে দৃষ্টান্তকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়েছেন।