রাতের অন্ধকারে নীলফামারীর ডোমার উপজেলার পাঁচটি পুকুড়ে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় পাঁচ মণ মাছের পোনা নিধন করেছে অজ্ঞাত দুস্কৃতিকারী। শুক্রবার রাত হতে শনিবার ভোর রাতের যে কোন সময় মৌজাপাঙ্গা মুন্সিপাড়া এলাকার রুহুল আমীনের পুকুড়ে দুস্কৃতিকারীরা গ্যাস ট্যাবলেট দেয়।
পুকুড় মালিক রুহুল আমীন বলেন, কেউ হয়তো আমার সাথে শত্রুতা করে রাতের বেলায় পুকুড়ে গ্যাস ট্যাবলেট দেয়। পুকুড় পাঁচটিতে ৫৬ হাজার টাকার পাঁচ মণ বিভিন্ন জাতের পোনা মাছ কিছুদিন আগে আমি ছেড়ে দেই। গ্যাস ট্যাবলেটের প্রভাবে সব পোনা মাছ মারা যায়।