নওগাঁর পোরশায় ৯১৫ পিচ ইয়াবা সহ মোতাহারুল ও জসিম উদ্দিন নামের দুই ব্যাক্তিকে আটক করেছে র্যাব-৫এর একটি টহলদল। আটকৃতরা হলেন কালাইবাড়ি গ্রামের আবদুল কাদের ও পতœীতলা থানার চক সোপাতন গ্রামের মৃতু নিজাম উদ্দিনের ছেলে। থানাসূত্রে জানগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ডিএডি (নায়েব সুবেদার) আইনুৃদ্দিনের নেতৃত্বে টহলদল উপজেলার বালিযাচান্দা এলাকা থেকে ৮৭৫পিচ নকল ইয়াবা ও ৪০পিচ আসল ইয়াবা সহ তাদের আটক করে। তারা ইয়াবা গুলি বিক্রির উদ্যেশে সেখানে অবস্থান করছিল। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় তাদের পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।