কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলায় দ্বিতীয় পর্যায়ে প্রায় পনেরশ কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ অভিযান চলছে বলে বাজিতপুর ফুড অফিস সূত্রে জানা গেছে। জানা যায়, বাজিতপুর পৌরসভাসহ এগার ইউনিয়নে পাঁচশত আটানব্বই জন কৃষকের নিকট থেকে পাঁচশত আটানব্বই টন ধান সংগ্রহ অভিযান চলছে। প্রতি মন ধানের মূল্য সরকারিভাবে ধরা হয়েছে ১০৪০ টাকা। এদিকে প্রথম পর্যায়ে উপজেলার এগার ইউনিয়নে তিনশত ঊনষাট টন ধান কেনা হয়েছে। অন্যদিকে নিকলী উপজেলা সদর ইউনিয়নসহ ছয়টি ইউনিয়ন থেকে দ্বিতীয় পর্যায়ে সাতশত কৃষকের নিকট থেকে সাতশত টন ধান সংগ্রহ চলছে। এ ছাড়া প্রথম পর্যায়ে চারশত টন ধান সংগ্রহ চলছে। বাজিতপুর উপজেলার সরারচর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন জানান, সরাসরি কৃষকের নিকট থেকে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান আগস্ট মাস পর্যন্ত চলবে বলে জানান।