গাজীপুরের কাপাসিয়ায় সিংগাপুর প্রবাসী জনকল্যাণ সমিতির উদ্যোগে সামাজিক উন্নয়ন, অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেলাইকল প্রদান করা হয়েছে। ২০ জুলাই শনিবার সকালে কাপাসিয়া বাজারের সদর রোডের ‘মা’ ভবনে অবস্থিত জনকল্যাণ সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থসহায়তা প্রদান করা হয়।
কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের সভাপতিত্বে ও এনামুল সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ্। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মাহবুব উদ্দীন আহমেদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আঃ মজিদ দরজী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এস এম সাখাওয়াত, মাসুদ খান, সমিতির সদস্য রাসেল শেখ প্রমুখ।
সহায়তা পেয়েছেন উপজেলা তরগাঁও গ্রামের নাজমা বেগম একটি সেলাইকল, রাউৎকোনা গ্রামের আঃ হাইয়ের স্ত্রীর চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা ও কান্দানিয়া গ্রামের ঈদগাহ্ মাঠের উন্নয়নে ১৫ হাজার টাকা।
প্রবাসী জনকল্যাণ সমিতির সভাপতি বাবু শেখ জানান, সামাজিক উন্নয়ন, অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, এলাকার মসজিদ-মাদরাসার উন্নয়ন এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বৃত্তি প্রদানই হলো এ সংগঠনের মূল লক্ষ্য।