শনিবার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করলেন মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি। বেলা ১টায রৌমারী থেকে স্প্রীড বোডে রাজিবপুর পৌছেন মাননীয় প্রতিমন্ত্রী। পরে রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে রাজিবপুর সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বানভাসি মানুষের মাঝে জিআরের ১০ কেজি করে চাল বিতরন করেন। এ সময় মাননীয় প্রতিমন্ত্রী বন্যার্তদের উদ্দেশ্য বলেন,আমি মন্ত্রী আমার বাড়িতেও বন্যার পানি উঠেছে।আপনারা চিন্তা করবেন না। আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ত্রাণ রয়েছে। সরকারের যে খাদ্য মওজুদ রয়েছে আগামি ৩ বছর বসে খেলেও শেষ হবে না। বন্যা পরর্বতিতেও আমাদের সরকার আপনাদের পাশে থাকবে। যাদের ঘর নেই তাদের জন্য ঘরের ব্যবস্থা করে দিব। আপনারা আমাদের প্রধান মন্ত্রীর জন্য দোয়া করবেন। এ ছাড়া ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসাস,উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আবদুল হাই সরকার,রাজিবপুর থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মুকুল,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারন সম্পাদক মো:মেহেদী হাসান তারেক প্রমুখ। পরে মাননীয় প্রতিমন্ত্রী উপজেলার মোহনগঞ্জ ও কোদাল কাটির বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ও বানভাসী মানুষের খোজঁ খবর নেন।