বরিশালের আগৈঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নর কোদালধোয়া বাজারে ২টি দোকান ঘর দখলকে কেন্দ্র করে সংর্ঘষ। আহত ৫ জন। মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানগেছে, আগৈঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নর কোদালধোয়া বাজারে ২টি দোকান ঘর বিভূতি হালদার ও তার স্ত্রী সূচিত্র রানী বালার সম্পত্তিতে দাবি করে আসছে। একই সাথে ওই দোকান ঘর দাবী করে আসছে একই এলাকার ব্রজন পান্ডের ছেলে বিবেক পান্ডে ও নিলকান্তর ছেলে উত্তম বিশ্বাস। দীর্ঘদিন ও দোকার ভোগদখনল করে আছে বিবেক ও উত্তম। গত শুক্রবার দোকান ঘর দখল করতে যায় সূচিত্র রানী বালা তখন বিবেক ও উত্তম এবং তাদের লোক জন মিলে সূচিত্র রানী বালা (৫০) ও তার ছেলে ৯ম শ্রেণীর ছাত্র স্বপনীল হালদারকে পিটিয়ে-কুপিয়ে রক্তাত আহত করে।আহত সূচিত্র রানী বালা আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাজার কমিটির সভাপতি সাবেক অধ্যাপক অপূর্ব লাল হালদার জানায়, দোকান ঘর মালিকানা জায়গায়।
এব্যাপারে স্থানীয় বাকাল ইউনিয়ন পরিষদ চেয়াম্যান বিপুল দাস বলেন, ওই দোকান ঘর তুলে প্রায় ৫০বছর বিবেক ও উত্তম ব্যবসা করে আছে।বাজারে সুন্দার্য রখায় যা করা দরকার তাই করা হবে। ওই সম্পত্তি সরকারি অথা মালিকানা সে বিষয়ে সার্ভেয়ার দারা নিরুপন করে দেখতে হবে।
এব্যাপারে সূচিত্র রানী বালা এর স্বামী বিভূতি হালদার বলেন, মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।