উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের তারাশিরা গ্রামের আজিজ মোল্লার ছেলে সজীব মোল্লা (২৩) একই গ্রামের স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননীকে ১৮ জুলাই রাতে বাড়ির পার্সে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উজিরপুর মডেল থানা পুলিশ ধর্ষক সজীব মোল্লাকে গ্রেফতার করেছেন।
মামলা ও স্থানী সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের তারাশিরা গ্রামের আজিজ মোল্লার ছেলে সজীব মোল্লা (২৩) একই গ্রামের স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননীকে ১৮ জুলাই রাতে বাড়ির পার্সে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে। ধষর্ণ কালে স্থানীয় দেলোয়ার হোসেন দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে ধষিতাকে উদ্ধারকরে এবং ধর্ষককে আটক করে। ধর্ষকের পরিবারর খবর পেয়ে আত্মী-স্বজনরা মিলে জনগণের কাছ থেকে ধর্ষকে ছিনিয়ে নিয়ে যায় ধর্ষকে।
পরে এ ঘটনায় ধর্ষিতা (নির্যাতিতা) নিজে বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ১৯ জুলাই ধর্ষক সজীব মোল্লাকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওদিন ১৯ জুলাই সন্ধ্যায় উজিরপুর মডেল থানার এসআই শেখ ফরিদ অভিযান চালিয়ে ধর্ষক সজীব মোল্লাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
এব্যাপারে উজিরপুর মডেল থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল বলেন, থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। ধর্ষককে গ্রেফতার করে ২০ জুলাই বরিশাল আদালতের মাধ্যামে জেলা হাজাতে প্রেরন করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে পাঠানো হয়েছে।