পাবনার চাটমোহর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব খাত হতে বেতন-ভাতা চালুর দাবিতে ঢাকায় গিয়ে অন্যান্য পৌরসভার কর্মচারীদের সাথে আন্দোলন করছেন। ফলে পৌরসভার কার্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সকল সেবা বন্ধ রয়েছে। এতে পৌরবাসী দূর্ভোগে পড়েছেন।
জানা গেছে,বেশ কিছুদিন ধরে পৌরসভার কর্মচারীরা দাবি আদায়ে আন্দোলন করছেন। এরই অংশ হিসেবে ১৪ জুলাই ঢাকায় মহাসমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। যার কারণে পৌরসভার প্রায় সকল কর্মচারী এখন ঢাকাতে থাকায় পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশনের চাটমোহর উপজেলা সভাপতি মোঃ বাকিবিল্লাহ বলেন,এই আন্দোলন আমাদের জীবন-জীবিকার আন্দোলন। একদফা দাবিতে আমরা ঢাকাতে আছি। চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন,কর্মচারীদের আন্দোলনের কারণে কার্যালয় তালাবদ্ধ। আমরা নাগরিকদের কোন সেবাই দিতে পারছিনা।