পাবনার চাটমোহর পৌরসভার ছোট শালিখা মহল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের রাজারদিয়ার গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৭) ও বিলচলন ইউনিয়নের সোনাহারপাড়া গ্রামের রিফাজ আলীর ছেলে আবু তালেব (২৬)। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে।
জানা গেছে,ছোট শালিখা মহল্লার আবুল কালামের নির্মাণাধীন বহুতল ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতো এই দুই ব্যক্তি। শনিবার সকালে তিন তলায় কাজ করতে গিয়ে নির্মাণের ভাড়া ভেঙ্গে পড়ে। এ সময় ওই দুই শ্রমিক নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুজনের শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। মেহেদী হাসানের মাজায় ও আবু তালেবের ঘাড়ের অংশ ভেঙ্গে গেছে বলে ডাক্তার জানিয়েছেন।