জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন সরদার (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছে। নিহত আবুল হোসেন ওই গ্রামের হযরত আলী সরদারের পুত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে পুকুরপাড়ে পল্লী বিদ্যুতের পড়ে থাকা ছেড়া তারে পা লেগে আবুল হোসেন বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সুভাস চন্দ্র দাস জানান, ঘরের ভেতর থেকে বিদ্যুতের সাইড লাইন টেনে মাছের খামারে আলো জ¦ালানো হয়। সেই তার ছিঁড়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।