প্রতিবছরের ন্যায় এবছরও এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে বরিশালের উত্তর জনপদে পাশের হারে সাফল্যের ধারা অব্যাহত রাখায় শনিবার সকালে গৌরনদী উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহাবিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, গবর্নিং বডির সদস্য ও শিক্ষকদের সমন্ময়ে আনন্দ র্যালী ও মিষ্টি বিতরণ করা করেছে।
কলেজ অধ্যক্ষ মোঃ আশ্রাফুজ্জামান জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে ১২৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ঘোষিত ফলাফলে দুইটি জিপিএ-৫ ও ৫০টি এ গ্রেডসহ ১২৬জন ছাত্রী কৃতিত্বের সাথে পাশ করেছে। পাসের গড় ৯৮.৪৩%। তিনি আরও জানান, প্রত্যন্ত গ্রামাঞ্চলের ঝড়ে পড়া ছাত্রীদের সু-শিক্ষাদানে এ বিদ্যাপিঠ দীর্ঘদিন থেকে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। আনন্দ র্যালীতে বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রব হাওলাদারসহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।