জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের অস্টম শ্রেণিতে পড়-য়া এক স্কুুল ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের করতে দেয়নি গ্রাম্য মাতুব্বররা। একপর্যায়ে কতিপয় মাতুব্বরদের চাঁপের মুখে শিক্ষার্থীর পরিবারকে বাধ্য করে শুক্রবার রাতে প্রহসনের সালিশ বৈঠকে অভিযুক্ত বখাটেকে জুতাপেটা করা হয়েছে।
গ্রাম্য মাতুব্বরদের প্রহসনের সালিশ বৈঠক নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে ওই ছাত্রীর বাবা স্থানীয় সাংবাদিকদের জানায়, গত ১৭ জুলাই সন্ধ্যায় তার অস্টম শ্রেণিতে পড়-য়া কন্যাকে ঘরে একাকী পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় পাশ্ববর্তী বাড়ির শ্যামল মল্লিকের বখাটে পুত্র পলাশ মল্লিক। ধর্ষণে ব্যর্থ হয়ে একপর্যায়ে শ্লীলতাহানী করা হয়। এ সময় তার মেয়ের চিৎকারে প্রতিবেশি নিকোলাস সরকারসহ অন্যান্যরা এগিয়ে এসে তার মেয়েকে পলাশের হাত থেকে উদ্ধার করে।
ওই ছাত্রীর বাবা আরও জানান, রাতে তিনি বাড়ি ফিরে মেয়ে ও প্রতিবেশিদের কাছে বিষয়টি শুনে আইনের আশ্রয়ে যাবার কথা জানালে স্থানীয় মাতুব্বররা বিচার সালিশ করে দেয়ার কথা বলে থানায় যেতে বাঁধা প্রদান করে। একপর্যায়ে মাতুব্বরদের চাঁপের কারণে ভুক্তভোগী বাবা আইনের আশ্রয় নিতে পারেননি। পরবর্তীতে বিষয়টি নিয়ে শুক্রবার রাতে প্রহসনের সালিশ বৈঠকে অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন, স্থানীয় মাতুব্বর আবদুর রব হাওলাদার কালাই, মারসেল হাওলাদার, রনজিত কর, সুশান্ত সরকার, অভিযুক্ত পলাশের কাকা হরবিলাস মল্লিক। সালিশ বৈঠকে পলাশের কাকা হরবিলাস মল্লিক পলাশকে অভিযুক্ত করে জুতা পেটা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, নারী ও শিশু নির্যাতনের কোন ঘটনা সালিশ যোগ্য নয়। তাই তিনি ঘটনাটি জেনে থানা পুলিশকে বিষয়টি অবহিত করে আইনগত ব্যবস্থা নিতে বলেছেন। আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এরকম কোন বিষয় তার জানা নেই। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।