মোল্লাহাটে ৭টি ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি দ্রুত সময়ের মধ্যে গঠনের লক্ষে উপজেলা আ.লীগের এক বর্ধিত সভা হয়েছে। উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানার সঞ্চালনায় এ সভা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আ.লীগ সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগ কৃষি বিষয়ক সম্পাদক এ্যাড. মোহাম্মাদ আলী, অবঃ যুগ্ম-সচিব ও আ.লীগ নেতা এস,এম, আল আমিন, উপজেলা আ.লীগ সহ-সভাপতি মোঃ মশিউর রহমান মিয়া, ইউসুফ আলী খান ও মোঃ ফারুক হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির ও মোঃ জিকরুল আলম মিয়া, জেলা পরিষদ সদস্য আ.লীগ নেতা এস,এম, অলিউজ্জামান, উপজেলা আ.লীগ নেতা শহিদ মেহফুজ রচা, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সাধারন সম্পাদক মুন্সি তানজিল হোসেন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রেজওয়ান চৌধূরী প্রমূখ।
এ ছাড়া বক্তব্যদেন আটজুড়ি ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল বাশার মোল্লা, উদয়পুর ইউনিয়ন আ.লীগ সভাপতি অধ্যক্ষ এল, জাকির হোসেন, চুনখোলা ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক শরীফ মাহাতাব উদ্দিন, কুলিয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান রুহুল, গাংনী ইউনিয়ন আ.লীগ সভাপতি মোঃ সহিদুল ইসলাম, গাওয়লা ইউনিয়ন আ.লীগ সভাপতি সুখ ফকির ও কোদালিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ অনেকে।